ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টায়  মৃত ঘোষণা করেন।

বরিশাল গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে হাবিবুর। কুড়িল বিশ্বরোড শেওড়া বাজার এলাকায় থাকতেন অবিবাহিত হাবিবুর। তিনি উত্তরায় একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে নিকুঞ্জ ১ নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। এতে গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে স্বজনরা ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর চালক মটরসাইকেল নিয়ে পালিয়ে যান। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে নিহতের ভাই মো. মিজানুর রহমান জানান, হাবিবুর উত্তরায় একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল ধাক্কায় দুর্ঘটনার শিকার হন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।