ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় সহস্রাধিক গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় সহস্রাধিক গাড়ি ফাইল ফটো

মানিকগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসের ছুটির কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ আজ ছুটে চলেছে চিরচেনা গ্রামের দিকে। আর এ কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে।

 চপের কারণে ঘাট এলাকায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে নৌপথ গামী যানবাহনগুলোকে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান ।

পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে ঘাট পর্যন্ত প্রায় দুই শতাধিক যাত্রীবাহী পরিবহন, চার শতাধিক ছোট গাড়ি ও ৫ শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনেরর চাপ বাড়ছে ঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন , সরকারি বন্ধের কারণে ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। তবে কি পরিমাণ যানবাহন আছে সেটি না বলতে পারলেও তিনি বলেছেন সব মিলিয়ে কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি পারাপারের কাজে নিয়োজিত আছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।