ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নৌপরিবহন সচিবের মায়ের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
নৌপরিবহন সচিবের মায়ের মৃত্যু

ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মা জাহান আরা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি ঢাকায় মারা যান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তার বয়স হয়েছিল ৮৮ বছর। পেশায় তিনি গৃহিণী  ছিলেন। মৃত‍্যুকালে তিনি ছয় ছেলে রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ফেনী জেলার সদরে ধলিয়া ইউপির মোহাম্মদপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সচিবের মায়ের মৃত‍্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।