ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৪তম জন্মদিন উদযাপন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মদিন উদযাপন

ভোলা: ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের উদ্যোগে হলরুমে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

একইসঙ্গে এখানে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করা হয়।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না।  

বিশেষ অতিথি ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারেফ হোসেন লাভু।
 
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রভাষক মো. নোমান হোসেন, মো. আল-আমিন, মিজানুর রহমান দিদার ও মফিজুর রহমান।

১৯৪৭ সালের আজকের এই দিনে ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তার বাবার নাম হাবিলদার মো. হাবিবুর রহমান ও মাতা মালেকা বেগম।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।