ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়া হলো না মুক্তিযোদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়া হলো না মুক্তিযোদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়াত আলী সরকার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্ভর) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়াত আলী সরকার উপজেলার খড়িয়ালা এলাকার আব্দুল লতিফ সরকারের ছেলে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল জানান, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠেন আয়াত আলী। অটোরিকশাটি মহাসড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে জেলার বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা এবং পিকআপ ভ্যানকে আটক করেছে। তবে চালকরা পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।