ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিসিকে ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
বিসিকে ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরে অবস্থিত ক্রোনি গ্রুপের ক্রোনি টেক্স সোয়েটার গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এ সময় তারা গার্মেন্টসে ভাঙচুর চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে কিছু শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে একত্রিত হয়ে গার্মেন্টসের সামনে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে। এ সময় তারা সেখানে ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে। পরে তারা আবন্তি গ্রুপে গিয়ে সেখানের শ্রমিকদের বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করেছিল। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে এ অসন্তোষ তৈরি হয়। এখন তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।