ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে নিহত ১

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রবিউল ইসলাম (৩০) ও নাজমুন (১৬) নামে আরও দুইজন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলার ভজনপুর এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুর দুয়ার গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- তেঁতুলিয়ার ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকার সিরাজউদ্দীনের ছেলে রবিউল ও পঞ্চগড় সদরের নিমনগর এলাকার মকলেছের ছেলে নাজমুন। নাজমুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকায় জিল্লুরের হাওয়া মেশিনের দোকানে কাজ করতো নাজমুন। সকালে ট্রাকে হাওয়া দেওয়ার জন্য মেশিন দোকানের বাইরে নিয়ে হাওয়া লোড করছিল সে। একসময় হাওয়া মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে নাজমুনসহ পাশে থাকা মামুন ও রবিউলের গায়ে লাগে। এতে তারা গুরুতর আহত হয়।  

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাহাবুবুল আলম ভুঁইয়া মামুনকে মৃত ঘোষণা করেন।  

এদিকে হাসপাতালেই রবিউলকে চিকিৎসা দেওয়া হলেও নাজমুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া হাওয়া মেশিন বিস্ফোরণে নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।