ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ড. দেবপ্রিয় জাতিসংঘের সিডিপিতে পুনর্নিযুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ড. দেবপ্রিয় জাতিসংঘের সিডিপিতে পুনর্নিযুক্ত

ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এর সদস্য হিসেবে পুনর্নিযুক্ত করেছে।  ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) তাকে পুনর্নিযুক্ত করেছে।

সম্প্রতি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন এ সিদ্ধান্ত জানান।

সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা, যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকাতে অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এ কমিটি।

সিডিপির সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।