ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৯৯৯-এ ফোন পেয়ে কুকুর ছানা উদ্ধার 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
৯৯৯-এ ফোন পেয়ে কুকুর ছানা উদ্ধার 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই ভবনের সরু গলিতে আটকে থাকা একটি কুকুর ছানা উদ্ধার করেছে ‘রবিনহুড দি অ্যানিমেল রেস্কিউআর’ নামের একটি সংগঠন।

শুক্রাবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভবনের দেয়াল ভেঙে আটকে থাকা কুকুর ছানাটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জামিল হাসান জনি বলেন, কুকুর ছানাটি দুই ভবনের সরু গলিতে কীভাবে ঢুকল কেউ বলতে পারে না। পরে কেউ একজন ৯৯৯-এ ফোন করে। দেড় ঘণ্টার মধ্যে রেস্কিউ টিম এসে কুকুর ছানাটি উদ্ধার করে।

রবিনহুড দি অ্যানিমেল রেস্কিউআর দলের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন (রবিনহুড) বাংলানিউজকে বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে টিম নিয়ে এসে কুকুর ছানাটি উদ্ধার করি। আমরা মনে করি পৃথিবীতে প্রত্যেক প্রাণী স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রাখে। তাই দীর্ঘদিন ধরে প্রাণীদের রক্ষায় নানাভাবে কাজ করে আসছি।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।