ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী গার্ডেন সিটিতে শাটার ভেঙে দুই স্বর্ণের দোকানে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
কর্ণফুলী গার্ডেন সিটিতে শাটার ভেঙে দুই স্বর্ণের দোকানে চুরি

ঢাকা: রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় সাটার ভেঙে দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ক্ষতির পরিমাণ জানতে পারেনি পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান কর্ণফুলী মার্কেটের চতুর্থ তলায় মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলারি দোকানের সাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুটি দোকান থেকে স্বর্ণ, টাকা-পয়সা খোয়া গেছে, ক্ষতির পরিমাণটা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চোর দুই জন ছিল। তারা মার্কেটে ঢুকেছে কীভাবে এটা আপাতত জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা লুটের মালামাল নিয়ে বাথরুমের এডজিস্ট ফ্যান ভেঙে সেখান থেকে বেরিয়ে গেছে।

এই কর্মকর্তা আরও জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে মার্কেট বন্ধের পর কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। ঘটনা অনুসন্ধানে  পুলিশের একাধিক টিম কাজ করছে, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।