ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা প্রেসক্লাবে নবনির্মিত ব্যাংকুয়েট হল উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
খুলনা প্রেসক্লাবে নবনির্মিত ব্যাংকুয়েট হল উদ্বোধন

খুলনা: ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল আনুষ্ঠানিকভাবে হলটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোনো ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণও উপকৃত হবেন। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে নিজের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্য রাখছেন খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে, একই সঙ্গে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এর মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। তিনি কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকাণ্ডেও ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তব্য রাখছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল কাদের

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রি. জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।