ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি মারামারি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারদের শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের ফরিদপুরে আদালতে পাঠানো হয়।

 

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রশমত শেখের ছেলে জাহিদ শেখ (৩৫) ও একই গ্রামের টুকু শেখের ছেলে সৌরভ শেখ (৩০) এবং রশার মোল্যার ছেলে নাইম মোল্যা (২৫)।

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বাংলানিউজকে বলেন, একটি মারামারি মামলায় আদালত থেকে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।