ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাটি ফেলা নিয়ে বিরোধে একজন খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মাটি ফেলা নিয়ে বিরোধে একজন খুন

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সড়কে চলমান সংস্কার কাজে মাটি ফেলা নিয়ে বিরোধে আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড করুয়া গ্রামের করুয়া ছদর আলী জামে মসজিদ সড়কের সংস্কার কাজ নিয়ে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত ঘোড়া মিয়ার ছেলে। এ ঘটনায় শেখ আহমদ (৫৫) নামে একজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

জানা গেছে, করুয়া ছদর আলী জামে মসজিদ সড়কের সংস্কার কাজের মাটি আবুল কাশেমের জমিতে ফেলেন শেখ আহমেদ। বিষয়টি দেখে প্রতিবাদ করেন আবুল কাশেম। এই নিয়ে উভয় পক্ষে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শেখ আহমদ ও তার ছেলে মো. পরান আবুল কাশেমকে কিল-ঘুষি মারেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ি নেওয়ার পথে মারা যান।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টায় ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রাম থেকে আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।

সড়ক সংস্কার কাজের মাটি ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আবুল কাশেমের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরত হালে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠোঁটের ওপর এবং পায়ের ঘোড়ালিতে হালকা চিরার দাগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত শেখ আহমেদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার ছেলে পরান পলাতক রয়েছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।