ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাহফিলে বিশৃঙ্খলা-ফাঁড়িতে হামলা: গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ফরিদপুরে মাহফিলে বিশৃঙ্খলা-ফাঁড়িতে হামলা: গ্রেফতার ৭ ফরিদপুর জেলা পুলিশের সংবাদ সম্মেলন

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ভাটিকানাইপুর এলাকায় একটি ওয়াজ মাহফিলে বিশৃঙ্খলাসহ পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে দায়ের করা দু’টি মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তাদের ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত ১২ ডিসেম্বর ওই উপজেলার ভাটিকানাইপুরে একটি ওয়াজ মাহফিলে আলোচিত ও বিতর্কিত বক্তা আবু ত্বহা মেহাম্মদ আদনানের আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- ওই উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মমিন মোল্যার ছেলে পারভেজ মোল্যা (২১), একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর (২০) ও আজিম শেখের ছেলে সাজ্জাদ শেখ (২৫), একই এলাকার কানাইপুর গ্রামের আবু মোল্যার ছেলে রাফি মোল্যা (১৮), মালাঙ্গা গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে সজীব ব্যাপারী (১৮), মৃগী গ্রামের ফারুক শেখের ছেলে আকাশ শেখ (২২) ও খাসকান্দি গ্রামের সবুজের ছেলে সোহেল (১৮)।

এর আগে দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সম্মেলন থেকে জানানো হয়, গত ১২ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার ভাটিকানাইপুরে একটি ওয়াজ মাহফিলে আলোচিত ও বিতর্কিত বক্তা আবু ত্বহা মেহাম্মদ আদনানের আগমনকে কেন্দ্র করে উপস্থিত শ্রোতাদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সে সময় বিক্ষুব্ধরা পাশের ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে বিক্ষোভ দেখান। মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। পরে ঘটনাস্থল স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় বিক্ষোভকারীদের একটি অংশ। হামলা দু’টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের কাচ ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আহত হন পুলিশের তিনজন সদস্য।  

এ ঘটনায় করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শাহ ও করিমপুরের এক ভবন মালিক নান্নু শেখ বাদী হয়ে গত ১৪ ডিসেম্বর দু’টি মামলা দায়ের করেন।

মামলা দু’টির একটিতে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। অন্যটিতে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়। আর মামলার একটিতে কর্তব্যরত পুলিশের ওপর হামলা, থানা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। আর অন্যটিতে অভিযোগ আনা হয়, করিমপুর হাইওয়ে পুলিশ ভবনটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়ির মালিক নান্নু শেখের ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায় চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করার।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে ওই সাত জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

** ত্বহাকে ওয়াজে বাধা দেওয়ায় ফরিদপুর পুলিশ ফাঁড়িতে হামলা

** ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।