ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
পাকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন ইসলামাবাদে 'বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ঢাকা: ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার। ’ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

শনিবার (১৮ ডিসেম্বর) ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজ্ ওয়াহিদা আহমেদ ও পরিচালক মো. শাকিল শাহরিয়ার এবং হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীও এ সময় উপস্থিত ছিলেন।

হাইকমিশনের ‘বঙ্গবন্ধু কর্নার’ জাতির পিতার জীবন ও কর্মের দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে।

হাইকমিশনার পাকিস্তানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে হাইকমিশন কর্তৃক আয়োজিত নানা অনুষ্ঠান ও অন্যান্য কর্মকাণ্ড সর্ম্পকে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

তিনি পাকিস্তানের প্রখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে প্রকাশিত জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ইংরেজি ও উর্দু সংস্করণ পররাষ্ট্র সচিব ও তার প্রতিনিধি দলের সদস্যদের উপহার দেন।

উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৭তম বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৫ সদস্য বাংলাদেশ প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ১৭ ডিসেম্বর , ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।