ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ঈশ্বরদীতে পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যানে থাকা যাত্রী আকতার আলী বিশ্বাস (৭০) নিহত হয়েছেন। এতে ভ্যানের চালকসহ এক যাত্রী আহত হয়েছেন।

তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জয়নগর বোর্ডঘর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আলী বিশ্বাস উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী বাসিন্দা।  

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার বাংলানিউজকে জানান, শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় পাবনার থেকে কুষ্টিয়ার দিকে পাওয়ার ট্রলি আসছিল। পাওয়ার ট্রলিটি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর এলাকায় তেলপাম্পের সামনে এসে ট্রলির একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাকশীর রূপপুর থেকে আসা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে একজন যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে চালক অপর আরেকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।  

রেজাউল বাশার বাংলানিউজকে জানান, নিহত ভ্যান যাত্রীর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের লোকজনকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাওয়ার ট্রলি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।