ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতে অসহায়দের উষ্ণতা দিল রাণীশংকৈল শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
শীতে অসহায়দের উষ্ণতা দিল রাণীশংকৈল শুভসংঘ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শুভসংঘের উদ্যোগে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব চত্ত্বরে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার অসহায় পরিবারের লোকজনের মধ্যে এ সকল কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরীয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস ও প্রেসক্লাব সভাপতি কুশমত আলী প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বলেন, শুভসংঘ শীতার্থ মানুষের পাশে কম্বল নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ জন্য তাদের প্রতি আমার আস্থা এবং ভালোবাসা দুটোই বেড়েছে। আশাকরি এভাবেই তারা সব সময় দেশের মানুষের পাশে থাকবেন।

ইউএনও স্টিভ কবির বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য শুভসংঘের এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।