ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে রডের সঙ্গে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
সিলেটে রডের সঙ্গে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

সিলেট: সিলেটে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরের ধোপাদিঘীর পাড়ের গবাদিপশু স্বাস্থ্য প্রজনন কেন্দ্রের উন্মুক্ত স্থানে দেয়ালে একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ একটি ঝুলিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখে।

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে।

আলী মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাছাড়া ক্রাইম সিন হিসেবে পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ ছাড়াও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।