ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় লাশ নিয়ে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
কুষ্টিয়ায় লাশ নিয়ে মিছিল

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় দানেজ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা বাজার এলাকায় দাফনের আগে নিহতের লাশবাহী সহস্রাধিক মানুষের প্রতিবাদী অংশ বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করে।

মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।  

এ সময় তারা মাছচাষি দানেজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তরা বলেন, আমরা খুনীদের ফাঁসির দাবি  জানাচ্ছি। বিলশুকা গ্রামের মাঠে দানেজ আলীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানান তারা।  

মানববন্ধনে এলাকার হাজারো নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।  



পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে বিলশুকা গ্রামে নিজের গম ক্ষেতে যান দানেজ আলী। সে সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মৃত শামসুদ্দিন প্রমাণিকের ছেলে জিয়াউল ইসলাম জিয়া (৪২), রবিউল (৪৬), আছান (৫২), আছানের ছেলে সাগর (২৪), মুক্তারের ছেলে শিমুল (২৮), নুরুদ্দিন লড়ুর ছেলে লিপন (৩৬), আফতার প্রমাণিকের ছেলে শাহীন, শ্যামল ও সুজনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন দানেজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত দানেজের ছেলে স্বপন আলী ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।