ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. জুম্মন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরদিন রোববার বিষয়টি জানা যায়।

মো. জুম্মন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ মডেল থানায় একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে গত ২২ অক্টোবর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

জেলা কারাগারের একাধিক সূত্র জানায়, শনিবার রাতে কারাগারে হাজতি মো. জুম্মন বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে জুম্মন মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ রোববার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।