ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ট্রাকচাপায়  ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু 

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে খলিশাউড় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের আবু রায়হানের ছেলে।

জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে শ্যামগঞ্জ ফেরার পথে জারিয়া-শ্যামগঞ্জ রোডে খলিশাউড়া রেলক্রসিং এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাথায় গুরুতর জখম সৃষ্টি হয় সাব্বিরের। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নিবির রায়হান বলেন, অভি রায়হান সাব্বির একজন জয়প্রিয় ছাত্রনেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে। তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।  তার মৃত্যুতে শ্যামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।