ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে নিরাপদ সড়কের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কাউখালীতে নিরাপদ সড়কের দাবি

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ডিসেম্বর) কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি কাউখালীতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে "পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির"- এই  নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা সড়কে এ মানববন্ধনে অংশ গ্রহণ  করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান পেশার মানুষ।

এ সময় উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক  সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।

বক্তারা বলেন, লক্কর ঝক্কর মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেওয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ও নেশা খোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে।

এছাড়া তারা আরও বলেন, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে  দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।   যাত্রীদের সঙ্গে অসধাচারণ বন্ধ করতে হবে। অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে। মানববন্ধনে প্ল্যাকার্ড ও শ্লোগানে এসকল দাবী প্রশাসনের কাছে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।