ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে শহীদদের স্মরণে নির্মিত হলো মুক্তিসোপান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কাপ্তাইয়ে শহীদদের স্মরণে নির্মিত হলো মুক্তিসোপান

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মাণ করা হলো ‘মুক্তিসোপান’।

সোমবার (২০ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ নির্মিত ‘মুক্তিসোপান’ স্মৃতি ফলকটি প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলায় প্রথমবার মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক ‘মুক্তিসোপান’ নামক স্মৃতি ফলক স্থাপন করা হয়। এতে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতের আঙ্গুলের ছাপ খচিত রয়েছে স্মৃতি ফলকে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।