ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক কারাগারে

বরিশাল: বরিশালের সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। নিপীড়নের শিকার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে তার নানির জিম্মায় দেন। একইসাথে অভিযুক্ত শিক্ষক মন্নান হাওলাদারকে (৫০) জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন শিক্ষার্থীর মামা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বোন ঢাকায় থাকায় তার ভাগ্নী তাদের বাড়ি থেকে পড়াশোনা করে। সে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে। ১৮ নভেম্বর সকালে তার ভাগ্নী বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্নান তাকে ডেকে ৫ম শ্রেণির শ্রেণিকক্ষে নিয়ে যান। তার সাথে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বার্তা বলেন। এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে যৌন নিপীড়ন করেন। ছাত্রী চিৎকার করলে মান্নান লাইব্রেরিতে চলে যান।

অভিযোগ দায়েরের পর থানা পুলিশ অভিযুক্ত মন্নানকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১,২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।