ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত (২১ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে।

মামুন ইস্টার্ন ইয়াকুব প্লাজার নৈশপ্রহরী ছিলেন। তিনি দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।

তিনি বলেন, ভোররাতের দিকে মামুন প্লাগ স্ট্যান্ড নামাতে যায়। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা ৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। পরে তার সহকর্মীরা আমাদের খবর দিলে আমরা সেখানে যাই।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, আমি রাতেই শুনেছি ইস্টার্ন ইয়াকুব প্লাজায় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।