ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নৌকার সমর্থকদের হামলায় আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কুষ্টিয়ায় নৌকার সমর্থকদের হামলায় আহত ৬ ঘটনাস্থল।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।  

এ সময় সংঘর্ষকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি দোস্তপাড়া এলাকায় পৌঁছা মাত্র ওই ইউনিয়নের নৌকার প্রার্থী এমএ মোমিন মণ্ডলের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ছয়জন আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের কর্মী-সমর্থকরা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ নৌকার প্রার্থী এমএ মোমিন মণ্ডলের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপরেও হামলা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।