ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কাপাসিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরসিংপুর এলাকায় বাসের ধাক্কায়আনসার আলী বাবু (২২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা থানার হোতামারী এলাকার নুরুল আমিনের ছেলে আনসার আলী বাবু (২২)।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, কিশোরগঞ্জে বাসাভাড়া থেকে জুতা তৈরির একটি কারখানায় চাকরি করতো আনসার আলী বাবু। সকালে তিনি গ্রামের বাড়ি থেকে কিশোরগঞ্জে কারখানার উদ্দেশ্যে গাজীপুরে এসে পৌঁছায়। পরে গাজীপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে কাপাসিয়ার নরসিংপুর  এলাকায় পৌঁছালে একটি বাসের সাথে ওই সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায় এবং আনসার আলী বাবু গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।