ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কোরিয়া-বাংলাদেশের মধ্যে ১০০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কোরিয়া-বাংলাদেশের মধ্যে ১০০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি

ঢাকা: মহামারি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করার জন্য অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের ঋণ দেওয়ার জন্য একটি ঋণ চুক্তি সই করেছে কোরিয়া ও বাংলাদেশ।

ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার জন্য একটি কোরিয়ার উন্নয়ন অর্থায়ন কর্মসূচি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকার কোরিয়ার দূতাবাস এ তথ্য জানায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তে সু নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে সই করেন। কোরিয়া এক্সিম ব্যাংক থেকে এ মাসের মধ্যেই অর্থ ছাড় দেওয়া হবে।  

ঋণের সুদের হার বার্ষিক ০.০৫ শতাংশ এবং ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ম্যাচুরিটি সময়কাল ৪০ বছর।

কোরিয়া প্রজাতন্ত্র ইতোমধ্যেই করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করার জন্য ডিসেম্বর ২০২০ সালে বাজেট সহায়তা হিসাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ইডিসিএফ ঋণ দিয়েছে। এটি এই ধরনের কনসেশনাল লোনের দ্বিতীয় বিধান।

এছাড়াও, এটি ২০২১ থেকে ২০২৫ সালের জন্য নতুন ইডিসিএফ ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে বাস্তবায়িত হওয়া প্রথম ইডিসিএফ ঋণ হবে যা ২৪ অক্টোবর ২০২১-এ দুই সরকারের মধ্যে সই হয়েছিল৷ 

চুক্তি অনুসারে, কোরিয়ান সরকার বাংলাদেশ সরকারকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে কনসেশনাল লোন হিসেবে পাঁচ বছর মেয়াদে।  

১০০ মিলিয়ন ইউএস ডলারের নতুন ছাড়যুক্ত ঋণ ব্যবহার করা হবে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য। মূলত পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের অগ্রগতি এবং মহামারির পুনরাবৃত্তি থেকে সংগ্রামরত ছোট ও মাঝারি আকারের ব্যবসার উন্নতির লক্ষ্যে।  

বাংলাদেশ বিশ্বব্যাপী ইডিসিএফ ঋণের মোট পরিমাণে দ্বিতীয় বৃহত্তম গ্রহীতা। এ পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্র ইডিসিএফ-এর মাধ্যমে বাংলাদেশের ২৪টি উন্নয়ন প্রকল্পে মোট ১.২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।