ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দাদির পিছু নিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
দাদির পিছু নিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর সিমান্তবর্তী এলাকার কান্দাইল চব্বিসখালি গ্রামে পুকুরে ডুবে পারভীন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পারভিন ওই গ্রামের আবুল মিয়ার মেয়ে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পারভিনের দাদি বাড়ির অদূরে জমিতে যাচ্ছিল। ওই সময় পারভিন ও তার ভাই দাদির পিছু নেয়। তখন পারভিন পাশবর্তী পুকুরে নেমে যায় এবং পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা আবুল মিয়া বলেন, আমার মেয়েটা দাদির ভক্ত। দুপুরে তার দাদি যখন জমির দিকে যাচ্ছিল,তখন সেও পিছু নেয়। পরে পানিতে পড়ে মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।