ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় লাইভ বেকিং ও কুকিং কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কুমিল্লায় লাইভ বেকিং ও কুকিং কর্মশালা 

কুমিল্লা: কুমিল্লায় লাইভ বেকিং ও কুকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কর্মশালা।

এতে ১৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর দিলনাঁশি মোহসেন ও যুব উন্নয়ন প্রশিক্ষক নার্গিস কবির।  

কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন ভিক্টোরিয়া ই-কমার্সের প্রতিষ্ঠাতা কাজী আপন তিবরানী।  

কর্মশালাটির সমন্বয় করেন জেবুন্নেসা শাহনাজ ও বেকিং টুলস কুমিল্লা।

বিভিন্ন প্রকারের কেক তৈরির কলাকৌশল ও রান্না শিখানো হয় এ কর্মশালায়। এতে ঢাকা থেকে তিনজন শেফ অংশগ্রহণ করেন। তারা হলেন- জাকির হোসেন, কাশপিয়া সালাম নির্ঝর ও শাহনাজ ইসলাম।  

বেকিং টুলস কুমিল্লার মালিক জেবুন্নেসা শাহনাজ জানান, আজকের কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৩৫ জন আমার স্টুডেন্ট। এদের মধ্যে ১২০ জন ইতোমধ্যে স্বাবলম্বী হয়েছেন। মোট আটশ’ জন শিক্ষার্থী আছে আমার। যাদের চারশ জন স্বাবলম্বী।
 
তিনি জানান, বেকিং টুলসের মাধ্যমে বিভিন্ন প্রকার কেক তৈরির প্রশিক্ষণ দেই। এছাড়া কর্মশালায় রান্নার বিষয় যুক্ত করেছি।  

কুমিল্লায় এ সংক্রান্ত একটি অ্যাকাডেমি করার ইচ্ছা পোষণ করেন জেবুন্নেসা শাহনাজ।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।