ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্যানসার আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুল আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ক্যানসার আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুল আবেদন মো. বাচ্চু গাজী

ঢাকা: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৯ নম্বর কড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকিয়ারা গ্রামের মৃত ইদ্রিস গাজীর সেজো ছেলে ফুসফুস ক্যানসারে আক্রান্ত মো. বাচ্চু গাজীকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন করেছেন তার স্ত্রী নাসিমা বেগম।  

বাচ্চু গাজীর স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ৫ কন্যার জনক বাচ্চু গাজী স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন কাঁঠাল বাগানের এক রুমের ভাড়া বাসায়।

স্ত্রীসহ ৭ জনের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি ঢাকার গ্রিন রোডে একটি রেস্টুরেন্টে বয় এর কাজ করে কোনোভাবে ৭ সদস্যের পরিবারের সংসার চালাতেন। সম্পদ বলতে তার গ্রামের বাড়িতে একটি ঘরই সম্বল।  

৪/৫ মাস ধরে অসুস্থতার কারণে বাচ্চু গাজী কোন কাজ করতে পারছেন না। চিকিৎসা করাতে না পেরে বাচ্চু গাজী ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে যান। তার চিকিৎসার জন্য পাড়া প্রতিবেশী ৪১ হাজার ৫শ টাকা সংগ্রহ করে তাকে ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করান।  

ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান রুম্মানের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাচ্চু গাজীর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ডাক্তার রিপোর্ট বিশ্লেষণ করে তাকে দ্রুত কেমোথেরাপি দেওয়ার কথা বলেন। ক্যানসারের প্রভাবে এখন তার ঘাড়ের  রক্তনালি ব্লক হওয়ার পথে।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত বাচ্চু মিয়ার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। বাচ্চু গাজীর অসহায় স্ত্রী নাসিমা বেগম স্বামীকে বাঁচাতে হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

বাচ্চু গাজীকে সাহায্য করতে যোগাযোগ নাসিমা বেগম (বাচ্চু মিয়ার স্ত্রী), রুম নং ৯০৬, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল (বি পান্থপথ) ঢাকা। মোবাইল:  ০১৭২০-০২২৩৩০, ০১৭৮৭-৩০০০৮৯ বিকাশ নম্বর ০১৭৪৩-৭৯৩৪৮২ (পার্সোনাল।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।