ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্থানে বাসের ধাক্কায় জবি শিক্ষার্থী হাসপাতালে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
গুলিস্থানে বাসের ধাক্কায় জবি শিক্ষার্থী হাসপাতালে আহত জবি ছাত্রী সাহিদা সুলতানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): রাজধানীতে দিশারি পরিবহনের বাসের ধাক্কায় সাহিদা সুলতানা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে গুলিস্তান মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সাহিদা সুলতানা। এ সময় দিশারি পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১৯৩৫০) একটি বাস পেছন থেকে ধাক্কায় আহত হন তিনি। পরবর্তীতে সহপাঠীরা তাকে জবির মেডিক্যাল সেন্টারে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, সাহিদা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্সে করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সে যেন যাথাযথ সেবা পায় সে ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি খবর পাওয়া মাত্রই লালবাগ থানা, কোতোয়ালি থানা এবং পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি।   সাহিদার চিকিৎসার সম্পূর্ণ খরচ বাস মালিক তথা দিশারি পরিবহন কর্তৃপক্ষ বহন করবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।