ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় ওয়াসার কর্মী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আশুলিয়ায় ট্রাকচাপায় ওয়াসার কর্মী নিহত আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ওয়াসার কর্মী নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়ীর চাপায় মো. আশিক খান (২৮) নামে ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন৷

বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-সড়কের নরশিংহপুরের অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশিক টাংগাইল জেলার বাসিন্দা।

তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

প্রতক্ষ্যদর্শী মাহবুব আলম রিপন বাংলানিউজকে জানান, রাত ১২ টার দিকে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি৷ এ সময় সড়কের পাশে মোটরসাইকেলসহ একটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন৷ পেছন থেকে কোনো ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটি মাত্রই আপনার কাছ থেকে জানলাম৷ হাসপাতালে যাচ্ছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।