ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

৯৯৯ এ ফোন, মানব পাচারের অভিযোগে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
৯৯৯ এ ফোন, মানব পাচারের অভিযোগে আটক ২

মাদারীপুর: মাদারীপুর শিবচরে মানব পাচারের অভিযোগে মানিক চৌধুরী (৩২) ও তার স্ত্রী শুভতারাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় সোমা আক্তার ওরফে সোনিয়া নামে এক গৃহবধূকে উদ্ধার করা হয়।

শিবচর থানা সূত্র জানিয়েছে, আটক মানিক চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত রবিউল চৌধুরী ছেলে। তবে পুলিশের কাছে সে ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁর উত্তর চব্বিশ পরগনা জেলার হরিদাসপুরের বরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে হিসেবেও পরিচয় দেন। এছাড়াও নিজেকে মানিক বিশ্বাস বলেও পরিচয় দেন তিনি।

জানা গেছে, গত কয়েক দিন আগে ঢাকার সাভার এলাকায় এক  বান্ধবীর বাড়ি বেড়াতে যায় মানিক চৌধুরী ও তার স্ত্রী শুভতারা। সেখানে গিয়ে পরিচয় হয় সজল ইসলামের স্ত্রী সোমা আক্তার সোনিয়ার সঙ্গে। সেই সূত্র ধরে সোনিয়াকে ঢাকার উত্তরায় গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গত তিনদিন আগে ঢাকা শহরে আসার কথা বলে কৌশলে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ে আসে। সেখানে তিনদিন তাকে একটি ঘরে আটকে রাখে তারা। পরে কৌশলে এ ঘটনা তার স্বামীকে জানান ওই নারী। পরে কৌশলে তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিস্তারিত জানান।

পরে খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

উদ্ধার সোমা আক্তার সোনিয়া জানান, আমার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে এলে তাদের সঙ্গে আমার পরিচয় হয়। তারা সে সময় আমাকে ঢাকার উত্তরাতে চাকরি দেওয়ার কথা বলে। আমি রাজি হয়ে ঢাকায় আসি। কিন্তু কৌশলে তারা ঢাকা থেকে পদ্মার পার করে শিবচর নিয়ে এসে আটককে রাখে। এরপর তাদের কথাবার্তা ও কার্যক্রমে সন্দেহ হলে আমি ৯৯৯ এ ফোন দেই। পরে পুলিশ এসে উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, গতকাল রাতে আমাদের পুলিশের জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে পাচারের অভিযোগে তাদের আটক করি। এসময় সাভার এলাকার এক গৃহবধূকে উদ্ধার করি। এ বিষয়ে শিবচর থানায় একটি মানবপাচার আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।