ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাদমারী এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে চলন্ত অবস্থায় শীতল পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় এ ঘটনা ঘটে।

শীতল বাসের ড্রাইভার মো. আনোয়ার জানান, হঠাৎ বাসটির তারগুলো থেকে শক সার্কিটে ড্যাশবোর্ডে আগুন লেগে যায়। আগুন লেগে ধোঁয়া উঠতে থাকলে পরে আমি গাড়ি থামিয়ে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এসময় আগুনে গাড়ির অল্প ক্ষতি হলেও যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় আছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোন হতাহত নেই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জানান জানান, কোন যাত্রীর কোন ক্ষতি হয়নি। সবাই নিরাপদে আছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।