ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন নওগাঁর নবনির্বাচিত ২০ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
শপথ নিলেন নওগাঁর নবনির্বাচিত ২০ ইউপি চেয়ারম্যান

নওগাঁ: নওগাঁ সদর ও এবং রাণীনগর উপজেলার মোট ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।  

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানরা শপথ নেন।

এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার ১২ জন এবং রাণীনগর উপজেলার আটজন চেয়ারম্যান অংশ নেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার রায়, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।