ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ঝুঁকি নিয়ে চলছে যান: গার্ডওয়াল ভেঙে সড়ক ধসে নদীতে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ঝুঁকি নিয়ে চলছে যান: গার্ডওয়াল ভেঙে সড়ক ধসে নদীতে

নবাবগঞ্জ ঢাকা: ঢাকার নবাগঞ্জ উপজেলার বক্সনগর ঋষিপাড়া এলাকায় ইছামতি নদী সংলগ্ন সড়কের কিছু অংশ গার্ডওয়ালসহ নদীতে ধসে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।

ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জের বক্সনগর ঋষিপাড়া এলাকার ইছামতি নদী সংলগ্ন সড়কের অংশটি গার্ডওয়ালসহ কিছু অংশ নদীতে ধসে পড়েছে। যে কোনো সময় যানবাহন নিয়ে নদীগর্ভে চলে যেতে পারে রাস্তাটি।  

সড়কটি ৪শ ৯২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়। মাছুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লি. নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটির সংস্কার কাজ করে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।  

উপজেলার বক্সনগর ইউনিয়নের বাসিন্দা শেখ মেহেদী হাসান বলেন, নবাবগঞ্জের ব্যস্ততম এ সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত সকড়টি মেরামত করা উচিত।

অটোরিকসা (সিএনজি) চালক সাগর মিয়া জানান, প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়কটি দিয়ে যাতায়াত করে। সড়কটি নদীগর্ভে চলে গেলে ফরিদপুর, মানিকগঞ্জ জেলাসহ এই অঞ্চলের জনসাধারণ রাজধানী ঢাকায় পৌঁছাতে সমস্যায় পড়বে।

স্থানীয়রা জানান, সড়ক ও জনপদের (সওজ) অধিনে এই সড়কটির সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।  

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম সালাউদ্দীন মনজু বলেন, সড়কটির ধসে যাওয়া স্থান মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিষয়ে কাজ করবেন বলে আশা রাখি।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাইম রেজা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের দুই বছর আগে কাজ বুঝিয়ে দেন। নদীতে মাটি ও বালু উত্তোলনের কারণে সড়কের কিছু অংশে সমস্যা হতে পারে। কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করতে কাজ শুরু করেছে।

মাছুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লি. ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মাছুদের মুঠোফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, এইটা রং নাম্বার। তারপর সংযোগ কেটে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।