ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

প্রায় চারমাস কারাভোগের পর মুক্তি পেলেন ভারতীয় ১৩ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
প্রায় চারমাস কারাভোগের পর মুক্তি পেলেন ভারতীয় ১৩ জেলে

বাগেরহাট: ১১০ দিন কারাভোগের পর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক হওয়া ১৩ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আদালত তাদের খালাস দেয়।

জেল থেকে মুক্ত হওয়ার পরে মোংলা থানা পুলিশ তাদর ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে।  

এর আগে, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় কোস্টগার্ড তাদের আটক করে।

খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন -মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙগ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায় বলে জানায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।  

তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ‘এফ বি পিতা মাতার আর্শিবাদ’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাটের আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়। দীর্ঘ ৩ মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের মুক্তি দেওয়া হয়েছে।  

পরবর্তীকালে আইন ও বিধি মোতাবেক বৃহস্পতিবার দুপুরে তাদের ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।