ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশিষ্ট আইনজীবী রশিদুর রহমান মিলন আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
বিশিষ্ট আইনজীবী রশিদুর রহমান মিলন আর নেই

রাজশাহী: রাজশাহীর বিশিষ্ট আইনজীবী রশিদুর রহমান মিলন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানী একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬০ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।  

এর আগে অ্যাডভোকেট রশিদুর রহমান মিলন গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

বৃহস্পতিবার দুপুর ২টায় রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থা করেন রাসিক মেয়র। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর পরপরই মারা যান রশিদুর রহমান মিলন।

অ্যাডভোকেট রশিদুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।  

রাতে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মেয়র।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।