ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
কুমিল্লায় কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা: কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চন্দনা বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

 বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঢাকামুখী হিমাচল বাসের সঙ্গে নোয়াখালীমুখী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই বাসটি খালে পড়ে যায় ও কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও সাত জন আহত হয়েছেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে আছি। কাভার্ডভ্যান চালক মারা গেছেন। তার পরিচয় এখনও পাইনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর, ২৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।