ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ট্রাকচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
কটিয়াদীতে ট্রাকচাপায় বাইকার নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকচাপায় মো. মোরসালিন (৩০) নামে এক মোটরসাইকেলআরোহীর (বাইকার) মৃত্যু হয়েছে।

বৃহম্পতিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে বৃহম্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম (তেভাগা) এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।  

নিহত মো. মোরসালিন (৩০) জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরি বড়বাড়ীর মৃত হাজী মো. রিয়াজ উদ্দিন রাজুর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহম্পতিবার সকাল ১১টার দিকে বানিয়াগ্রাম এলাকায় কিশোরগঞ্জগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলআরোহী মোরসালিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।  

কটিয়াদীর সাংস্কৃতিক কর্মী রাজীব সরকার পলাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।