ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়

ঢাকা: ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালেয়র যুগ্ম সচিব তোফায়েল আমেদকে আহ্বায়ক ও উপসচিব আমিনুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি থাকবেন।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ‍্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এসব তথ্য জানান।  

আরও পড়ুন:
সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: ৩৬ জনের মৃত্যু
লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২১
এমআইএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।