ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই ছবি: বাংলানিউজ

বরিশাল: ভয়াবহ এক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বছরের শেষ সময়টা। যার সাক্ষী লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীসহ সুগন্ধা তীরের মানুষ।

ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুরো লঞ্চে তল্লাশি শেষ করেছে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে। যদিও এখনো চুড়ান্তভাবে অভিযান সমাপ্তির ঘোষণা করেননি তারা। তবে তাদের তল্লাশি অভিযানের পর পুরে লঞ্চটি ঘুরে লোহার পাত আর যন্ত্রাংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি। এমনকি লঞ্চের কেবিনের দরজা, কেবিনে থাকা খাটের কাঠের চালা, টেলিভিশন, ম্যাট্রেক্স, ফ্যানের পাখা সবকিছুই আগুনে পুড়ে গেছে। লোহার ডেকের ওপর শুধু কয়লা-ছাই আর ভাঙা কাচের স্তুপ।

এমনকি দরজা-জানালার কাচ, বাথরুম ও সিরিতে থাকা টাইলসগুলোও ফেটে চুড়মার হয়ে গেছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন। ততক্ষণে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে গেছে। আগুন নেভাতে ঝালকাঠির পাশাপাশি বরিশাল রাজাপুর ও আশপাশের প্রায় ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে এগিয়ে আসে। বরিশাল সদর নৌ স্টেশনের সহায়তায় নদীতে উদ্ধার ও তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের দেওয়া তথ্যানুযায়ী লঞ্চের ইঞ্জিন রুমের আশপাশ থেকে আগুন লাগে। তবে সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন। তবে আগুনের ভয়বহতায় অনেক প্রখর ছিল। না হলে লোহার তৈরি এ লঞ্চটিতে এখন লোহা ছাড়া আর কিছুই নেই। এমনকি লোহার পাতের ওপর দেওয়া রঙ পুড়ে গেছে।

আরও পড়ুন >>>

‘আল্লাহ জানে ক্যামনে মুই বাইচ্চা আছি’
লঞ্চে আগুন: দগ্ধদের দেখতে বরিশাল হাসপাতালে প্রতিমন্ত্রী
আগুন লাগার জন্য যাত্রীদেরই দায়ী করলেন লঞ্চমালিক
বিআইডব্লিউটিএ’র হিসেবে ৩১০ যাত্রী, যাত্রীদের দাবি ৮০০ 
লঞ্চের ফিটনেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা তা দেখা হবে
নিখোঁজ যাত্রীদের তথ্য দিতে পারছে না বরগুনা নৌবন্দরে 
সুগন্ধা নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন ইউএনও
লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী
সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: ৩৬ জনের মৃত্যু 
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন: শেবা‌চিমে ভ‌র্তি ৬৫
ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।