ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: বরিশাল যাচ্ছেন ৬ চিকিৎসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে আগুন: বরিশাল যাচ্ছেন ৬ চিকিৎসক ছবি: বাংলানিউজ

ঢাকা: ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তারা ঢাকা ছেড়েছেন।

ওই ৬ চিকিৎসক হচ্ছেন- ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাশরুর রহমান আবির ও ডা. নুর আলম, রেজিস্টার ডা. মোরশেদ কামাল, ডা. মৃদুল কান্তি সাহা এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের ডা. ইশতিয়াক ও ডা. মুনতাসির।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য এ মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল পর্যন্ত চার জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও অনেক রোগী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. বাচ্চু মিয়া (৫০) ও তার মেয়ে ইশরাত জাহান সাদিয়াকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আগুনে বাচ্চুর স্ত্রী শাহিনুর খাতুন স্বপ্ন (৪৩) ও ছেলে সাদিকও দগ্ধ হয়েছে। তাদেরকেও নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।