ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াই কোটি টাকার স্বর্ণ বার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আড়াই কোটি টাকার স্বর্ণ বার জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর সদস্যরা। বারগুলো মোট ওজন চার কেজি।

যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৬-বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা থানার ৭৮ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠে পড়ে থাকা অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ বারগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।  

জব্দ স্বর্ণের চারটি বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৬-বিজিবির বাড়াদি বিওপির নায়েক জুলহাস উদ্দিন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলাও দায়ের করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।