ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৭ মরদেহ বুঝে নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
৩৭ মরদেহ বুঝে নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক

বরগুনা: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ মরদেহ বুঝে নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক।  

এদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে ৪ জনের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিচয় শনাক্ত করা অন্য একটি মরদেহ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বরগুনা সদর হাসপাতালে মর্গ থেকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলানিউজকে জেলা প্রশাসক।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিহত, নিখোঁজ ও লঞ্চবাহী যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানা বা অবহিত করার জন্য জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করছে। নিহতদের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে রাতে রাখা হবে। হাসপাতাল থেকে নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৭১৬৭০০২৭০
ফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।