ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশিয়ান হাসপাতালে চিকিৎসকের ‘অদক্ষতায়’ মা-নবজাতকের মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আশিয়ান হাসপাতালে চিকিৎসকের ‘অদক্ষতায়’ মা-নবজাতকের মৃত্যু!

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতক ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে অপারেশন টেবিলে চিকিৎসকদের ‘অদক্ষতায়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরের ওসমান মিয়ার স্ত্রী শিখা ও তার নবজাতক ছেলে মারা যায়।  

তাদের অভিযোগ, নবজাতকের গালে ধারালো অস্ত্রের আঘাতের  চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাকের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।  

আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের রিসিপশন থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে আগ্রহী নন বলে জানিয়েছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) বদরুল রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।