ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রিহ্যাব ফেয়ারে আধুনিক সুবিধা নিয়ে বসুন্ধরা হাউজিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
রিহ্যাব ফেয়ারে আধুনিক সুবিধা নিয়ে বসুন্ধরা হাউজিং

ঢাকা: স্টলে স্টলে ভিড়। বিশেষ করে ছুটির দিন উপলক্ষে মানুষের আনাগোনা একটু বেশিই।

কেউ প্লট খুঁজছেন, কেউ ফ্ল্যাট। কেউ আবার প্লট-ফ্ল্যাটের বাইরে বেরিয়ে খুঁজেছেন নিজের প্রয়োজনীয় পণ্যটি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২১’ ঘুরে দেখা গেছে এমন চিত্রই।

আবাসন সমস্যা সমাধানে রাজধানীর রিহ্যাব ফেয়ার রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মেলার দ্বিতীয় দিনে ছুটির আমেজে বিক্রি বাড়বে বলে আশাবাদী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।  

এদিকে, মনের মত আবাসন খুঁজে নিতে রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত ক্রেতা ও দর্শনার্থীদের।

এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে ২২০টি স্টল। এছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

রিহ্যাব ফেয়ারের কো-স্পন্সর (সিএস) ব্লকের ১৭ নম্বরে রয়েছে বসুন্ধরা হাউজিং স্টল। স্টলে কথা হয় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের (মার্কেটিং অ্যান্ড সেলস) সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জহিরুজ্জামানের সঙ্গে।

এবারের মেলায় ক্রেতাদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকছে, জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, এবারের মেলায় আমরা অল্প কিছু সংখ্যক রেডি প্লট নিয়ে এসেছি। যে প্লটগুলো এখনই যেকোনো ক্লায়েন্ট কিনতে পারবেন। আমরা রেজিস্ট্রি করে তাদের কাছে পৌঁছে দেব। ক্রেতারা ইচ্ছা করলে যেকোনো সময়ে রাজউক থেকে প্ল্যান পাস করে বাড়ি বানাতে পারবেন।

তিনি বলেন, দেশের একমাত্র বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স এবং তাতে খেলাধুলার সুবর্ণ সুযোগ, সম্পূর্ণ ঝামেলামুক্ত ভাবনাহীন জীবন, দুষণমুক্ত পরিবেশ ও নিরোগ জীবন, দুষণমুক্ত ও জনবান্ধব আবাসিক এলাকা, আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বসুন্ধরা হাউজিং।

মেলা ঘুরে দেখা গেছে, মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানই তাদের পণ্যে দিচ্ছে বিশেষ ছাড়। ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী ফ্ল্যাট ও প্লট কেনার সুযোগ করে দিতেই এসব ছাড় বলে জানান সংশ্লিষ্টরা।

আশরাফ খালেদ নামের একজন দর্শনার্থী বলেন, সাধ ও সাধ্যের মধ্যে আবাসন খুঁজে নিতে এই মেলা সহায়ক। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন এটি। তাই এক জায়গাতেই মেলে রাজধানীর বিভিন্ন জায়গার আবাসনের খোঁজখবর। থাকে বিশেষ ছাড়ও। তাই মেলা ঘুরে সেগুলো দেখছি। অনেকে বিশেষ ছাড়ও দিচ্ছেন।

এবার প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা এবং দর্শনার্থীরা রিহ্যাব মেলায় প্রবেশ করতে পারবেন। এবারের মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলা চলাকালে পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের মাধ্যমে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এছাড়া প্রতিদিন মেলায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এইচএমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।