ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন ছবি: বাংলানিউজ

বরিশাল: নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা।

শুক্রবার প্রথম প্রহরে মহা খ্রীস্টযাগ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা, গোয়াল ঘরে যীশুকে স্থাপন, উপাসনা সংগীতসহ নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেয়।

এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে দেখা যায়।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় যীশু খ্রিস্টের জন্মোৎসবের জন্য অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কর্তৃক বিভিন্ন স্তরে নির্ধারিত ও সাদা পোশাকে কঠোর নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রার্থনায় উপস্থিত ভক্তরা জানান, যীশু খ্রিস্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।

বড় দিনের ৬ দিন ব্যাপী অনুষ্ঠান ঈশ্বর জননী ধন্যা কুমারী মারীয়ার পর্বোৎসবের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে পহেলা জানুয়ারিতে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।