ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঙ্গু নদী থেকে বোনের পর ভাইয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সাঙ্গু নদী থেকে বোনের পর ভাইয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির তারাছার বাদুরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া ভাইবোনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

এরআগে সকালে বোন আদনিনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নামেন নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বেড়াতে যাওয়া ১০ পর্যটকের আটজন। এসময় সবাই রাতে ভেসে যায়, এর মধ্যে ছয় জনকে উদ্ধার করে স্থানীয়রা। তবে উদ্ধার হওয়া মারিয়া ইসলামকে (১৯) সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই ঘটনায় সেখানে আহনাফ ও আদনিন নামের দুই ভাইবোন নিখোঁজ হয়ে থাকে। পরে শনিবার সাঙ্গু নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মান্নান জানান, নিখোঁজ দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাঙ্গু নদীতে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।